আমি রোদ্দুর চেয়েছিলাম হতে
ঘনঘটা কালো মেঘে, দিয়েছে আড়াল করে
তেপান্তরের মাঠে সোনালী ধান ক্ষেতে
চেয়েছিলাম আলোর ঝিলিক হতে।
সাগরের উত্তাল ঢেউয়ে
চেয়েছিলাম উষ্ণ হতে
পাহাড়ের গায়ে
চেয়েছিলাম আলোর চাদর-বিছোতে।
গ্রীষ্মের দাবানলে রোদ্দুর তাপে
যা কিছু আবর্জনা পুড়িয়ে দিতে
পচা ডোবার জল শুকিয়ে
মাটির উর্বরতা আসবে জেনে!
প্রতিবাদের ভাষা করেছে কণ্ঠ রোধ
স্বাধীনতা নিয়েছে আমার কেড়ে
ওরা দেয়নি আমায় রোদ্দুর হতে
রেখেছে বন্দী করে কারাগারে।।