তোমরা আমাকে রক্ত দাও
আমি তোমাদের স্বাধীনতা দেব
তোমার এই হুংকার, ভারতবাসী হল উত্তাল
কত শহীদের রক্তে, লাল হলো রাজপথ
কত বিপ্লবী যৌবন, অকাল জীবন বলিদান
কত নারী লাঞ্ছিত, ব্রিটিশ বুটে পদপৃষ্ট
কত সন্তান মাতৃহারা ক্রন্দন
কত নারীর সিঁদুর গেল মুছে, স্বাধীনতা আন্দোলনে
  কত পিতা  দ্বারে বসে, সন্তানের পথ চেয়ে
আসলো না ফিরে বিনয়, বাদল, দীনেশ!
নাবালক কিশোর ফাঁসির মঞ্চে, জীবনের জয়গান
নাগিনা বিবির অশ্রু জল শুকায়ে, মরদ গেছে চলে
কত শিশু পতাকা হাতে, ছুটে বেড়ায় রাজপথে
স্বাধীনতার মুক্ত হাওয়ায়,  পতাকা উড়ে!
স্বাধীনতা এলো  মোর দেশে
ব্রিটিশ রাজ গেল চলে!!