হায়রে সংসার
কাকে করবে তুমি বিশ্বাস?
ঘরেই রয়েছে অবিশ্বাস!
যাকে তুমি আপন করে
দিয়েছো উজাড় করে
জীবনে অনেক কষ্ট সয়ে,
ভাবনি কখনো এমন দিন আসবে!
যাকে দিয়েছো হৃদয়ে স্থান
সে কি দিয়েছে তার দাম?
অবহেলায় আজ ঘরের এক কোণ
তুমি শুধু দুঃখ পেয়ে
গোপনে অশ্রু জলে ভিজিয়েছো রুমাল!
ভালোবাসার বৃথা আস্ফালন
সে তো বুঝলো না
তোমার প্রতিদান!
দুঃখের মাঝে শিক্ষা নিয়ে
আপনকে চেনা যায়!
দুঃখ আমায় চেতনাকে করেছে উন্মুক্ত
জীবন যন্ত্রণায় দুঃখকে করেছি জয়
নিরব থেকে সবকিছু নিয়েছি মেনে
জীবনযাত্রা অতিক্রান্ত আজ
পৌঁছে গেছি শেষ বেলায়!!