আমাদের ছোট গ্রাম নয় বেশী দূরে
পায়ে হেঁটে যাই মোরা কোলাহল করে ।
সবুজের ছড়াছড়ি ছোট গ্রামখানি,
আমাদের ডাকে তাই দেয় হাতছানি ।
ভোরবেলা ফোটে ফুল পাখি গায় গান
ঘুম ভেঙে জেগে ওঠে কত শত প্রাণ ।
রাখাল বাজায় বাঁশি চৈতালী বেলা
তরুতলে পথিকের প্রাণে লাগে দোলা ।
কোকিলের কুহুতান শিমূলের শাখে
বেলা শেষে বধূ চলে জল নিয়ে কাঁখে ।
মেঠো পাথে ঝুঁকে পড়ে কলমার ফুল
তাই দিয়ে ছেলেমেয়ে কানে পরে দুল ।
আমাদের ছোট গ্রাম কত ভালোবাসি
জনমে জনমে যেন হেথা ফিরে আসি ।