মৃত্যুর এ দুনিয়ায়
পালাবে, কে কত দূরে ছুটে
সবাই কে পড়তে হবে ধরা
মরতে হবে যমের পায়ে মাথা কুটে।


সমন যখন আসবে নেমে শীরে
কইবে কথা এমন তোমার বল
সিংহাসনে হুঁকার টানে হুকুম
ফলবে কী আর ডাক এসেছে চলতে হবে চল।


ধনী, গরিব, ছোট-বড়, মাপ-পরিমাপ
সে বয়স যাই হোক
ছাড়তে হবে সবি হেথার
যেনো নামবে তোমার নামে শোক।


ছাড়তে হবে স্বাদের বাগান খানা
সেথার চেনা সুবাস সমীরন
রাজার বেশে আতর ঢালা মেজাজ
ঝাড়ের বাতি,  সেই আসমানি খোয়াব মন।


ডাঁয়ে বাঁয়ে পেয়াদা রবে তেমন
পথ এসে জুড়বে তোমার পায়ে
তবুও তো সে হবে না তোমার কিছু মাত্র
চলবে টানি যমের আলো ছায়ে।


একেই বলে রাজার রাজা
হিকমত হেঁকে চলেই সর্বক্ষন
ভাবিও না কেউ অমর রবে হেথা
ভোগের রসে রাখবে হরণ ধন।