তাহারে তৃষ্ণা দিও না
যাহারে বঞ্চিত করেছো এ বারি হতে,
যাহারে ক্ষুধিত করেছো এ পাষান দ্বীপে
তাহারে অন্ন দাও অকৃপন চিত্তে।


যাহারে জীবন দিয়েছো
মৃত্যু দাও হোক অভিষাপ,
না হয় যেন আর্শিবাদ অনন্তকাল বাঁচিতে
শক্তিহীন, জ্বরা, পোহাইতে মৃত্যু তাপ।


যাহারে দিয়েছো ক্রোধ
জ্বলিয়া উঠিতে শিখায়,
তাহারে দাও পরশ বাসিতে ভালো
সে যেন হারায় ভালোবাসায়।


তাহারে দাও ছায়া
যে খোলা আকাশের নীচে দাঁড়ায়ে মাথা তুলে,
তাহারে সুখ দাও
যে আপন ঘর কালি করে প্রদীপ জ্বালে।


দিপ্তী দাও তারে
যে মানুষ বলিতে চেনে নাই মানুষ জনে
বল তাহারে হে মানব রূপে
জন্ম লভিয়াছো অকারনে।