"শুনছো না যে!"যাবেনা নাকি ভুতেদের আস্থানাতে?
আরাম পাবে,উড়িয়ে নিবো,তোমাকে আমার সাথে!
চোখ-দুটো যেই বন্ধ করলাম,পা-দুটো মাটির থেকে......
উড়তে থাকলাম উপরদিকে,আমার ফাঁদটা রেখে!
উড়তে উড়তে দেখলাম আমি,ভুত বসে আছে চেয়ারে!
ভুতেদের মাঝে নামিয়ে দিলো,সাবধানে খুব কেয়ারে!


এসব দেখে চোখ দিয়ে শুধু গড়িয়ে পড়লো পানি!
আজকে আমার শেষ দিন হবে এটুকুই শুধু জানি!
আমাকে দেখিয়ে এক ভুত বলে,"ওকে তো করবো রান্না!
কতো মানুষকে পাতিলে দিলাম তারাও করতো কান্না!"
"পাতিল রেডি!"এক ভুত বলে,নিয়ে গেল গোস্টরুমে!
অনেক ভুতকে দেখলাম, তারা সবজি কাটার ধুমে!
গোস্টরুমে নিয়ে, আমাকে ধুয়ে, সাজালো অনেক সাজে!
ঘুম থেকে উঠে ঘড়িতে দেখি সকাল ছয়টা বাঁজে!!