ভুতকে যারা দেখিতে চাও, তারাই তুলো হাত!
ভুতকে আমি ফাঁদে ফেলবো,করবো কুপকাৎ!
ভুতকে ফাঁদে ফেলতে হলে, মানতে হবে রুল!
নিশব্দে করতে হবে,করা যাবেনা ভুল!
ভুতকে জব্দ করবো বলে, ফাঁদ এনেছি কিনে!
দিতে হবে ওসব জায়গায়,ভুত আসে যেখানে!
লোকে বলে,"ভুতেরা নাকি,কবরস্থানে আসে?
জ্যন্ত একটা মানুষ নিয়ে,গোলটেবিলে বসে!"
লোকের কথায় কান দিলাম না, একটু সাহস করে!
"রাতে যাবো কবরস্থানে!"জানাই আমি ঘরে!
এসব শোনে লোকে আমায় নানান কথা বলে,
আমি নাকি মরেই যাবো?কবরস্থানে গেলে!


ভয় না পেয়ে ফাঁদ লাগালাম কবরস্থানের মাঝে!
রাত ৩টা বেজে গেলো,ভুতকে পাইনি খুজে!
হঠাৎ করে আমার পিঠে,কে যেন হাত রাখে?!
পেছন ফিরে অবাক হলাম,একটি লোককে দেখে!
তিনি বলেন,"করছোটা কি,তুমি এত্তো রাতে?
কবরস্থানে আর কেউ বুঝি আসেনি তোমার সাথে?"
ভয় না পেয়ে বললাম তাকে,"ভুতকে করবো জব্দ!"
এক নিমেষেই কবরস্থানটা হয়ে গেলো নিশব্দ!
তিনি হেসে বলে,"ভুতকে ধরতে এতো রাতে কেন এলে?
একবার ভাবো কি হবে তোমার ভুতেরা জানতে পেলে?
যাহোক আমায় ধরবে বলে,এলে যখন এতো দূরে!!
চলো না একবার কবরস্থানটা তোমাকে দেখাই ঘুরে?!"
হাত-পা কাঁপছে ভীষণ জোরে তার কথাগুলো শুনে!
মায়ের মন্ত্র আওরাতে থাকি মুখ দিয়ে মনে মনে!