পড়তে বসে দেখি--
মাথার উপর টিকটিকিটা করছে ডাকাডাকি!
হঠাৎ করে আমার উপর,পরতে যাবে নাকি?
আমার উপর পড়বে বলেও বই দেইনি ফাঁকি!
মাথার উপর ছাতা নিয়ে বই পড়তে থাকি!!


নিচের দিকে চেয়ে--
আরশোলাটা উঠছে আমার পায়ের আঙুল বেয়ে!
মাঝে-মাঝে দিচ্ছে কামড় ফেলবে নাকি খেয়ে?
ফেলে দিলাম আরশোলাটা পা-টা ঝাড়া দিয়ে!
ঝুলিয়ে রাখি পা-দুটো তাই,আমার হাতের বায়ে!!


চেয়ে দেখি বাঁ পাশে--
আমার দিকে তাকিয়ে ইদুর দাঁত দেখিয়ে হাসে!!
ইদুরটাকি লাফ দিকে নাকি?আমার পায়ে এসে?
যেই দিলো লাফ,অমনি সে নিচে পরে গেল নিশ্বাসে!
তাই পা-দুটো,সরাতে হলো ডানদিকে অবশেষে!


চোখ রাখি ডানদিকে--
হঠাৎ দেখি পা-দুটো তাই একটু গেছে বেঁকে!!
এসব দেখে ভয়ে ভয়ে ডাক দেই আমি মাকে!
মাথায় ছাতা,পা ঝুলানো ধমকে গেছেন দেখে!
মনে মনে বলেন তিনি,"পুষছি আমি কাকে?"
হচ্ছি আমি লজ্জিত খুব পড়ার ফাঁদে পরে!
পড়বো কোথায়?টেবিলেতে?নাকি কাঁচের ঘরে!
নাকি আমি ছেড়েই দিবো পড়ার ঝামেলাটা?
না পড়লেও খেতে হবে মায়ের হাতের ঝাটা!
বলছি পরে এখন বিদায় নিচ্ছি আমি টা-টা!