জালালাবাদ এখন অন্ধকারে মেঘ ভেঙ্গে যায়
যেমন জ্বলেছিল রাস্তার ল্যাম্বপোস্টের আলো
এবং বৃষ্টিতে ভেসে উঠেছিল রাস্তা
তুমি অপরিহার্য  হে পরমাত্মা
মাঝে  মাঝে বিষন্নতার রাত্রে জালালাবাদের
জীবন হতো নির্মূল!
মাঝে মাঝে সে যে দরজায়  দিত  ধাক্কা
তারই প্রতিধ্বনি ফিরত শুধুমাত্র  ছায়ার আড়ালে …
রাত্রি পেরিয়ে যখন নীল আলো চোখে পড়ে পথিকের  
তখনই জীবনের কথা ভাবে
শোভার জগৎতে  বাসকরা নরক;
নির্লজ্জ নরক!
যখনই জীবনের কথা ভাবে তখন
শোভার জগৎকে অবজ্ঞা করে
পরমাত্নার নিহিত জোয়ারে ঢেউ তুলে
এই সমুদ্রযাত্রা
অনিবার্য করে তোলে  জীবনকে।