বছরের পথ অনন্ত হল, দেখা-টা কি আর হবে?
বেলা ফুরিয়েছে সেই কবে!
সময় উড়ছে জোনাকির মত বাজিয়ে বেসুর ঢোল,
আড়ৎ খুলেছে অন্ধকারের-চারপাশে ব্ল্যাকহোল!


আবার কি দেখা হবে?
ফুলের কুঁড়ি কুঁড়িই থেকে যাবে চিরতরে অনুভবে?
বারোকের বুকে আলোকপ্রাপ্তি, তার বুকে তুমি আমি,
পৃথিবীতে আরো বাকি রয়ে গেছে আমাদের কথা দামী।


বাকি রয়ে গেছে তাকিয়ে থাকা দু'চোখের দিকে দু'চোখ,
তাই আবার দেখা হোক-
অসীমের যে সীমা আছে সেই সীমানায় দেখা হোক,
তবে আবার দেখা হোক।