ব্যবস্থাপনায় মুখস্থ আগুন,
ধূসর ধোঁয়া- চুরুটের এ-ই পরিচিত গুণ;
পাশাপাশি, কাছাকাছি আর কিছু নেই;
থাকার মধ্যে আছে শুধু মলিনতা আর
ধোঁয়ার ফোঁটায় আঁকা তোমাকেই।
এসব ছোট কথা, আরো অনেক কথা এসে ভিড় করে
সময়ে-অসময়ে, সকাল-রাতে কিংবা মেঘময় অথবা তপ্ত হলুদ দুপুরে।
কিছুই বুঝলেনা! আদৌ কি বোঝা যায় না?
আসলেই সকলেই সবকিছু পায় না?