সেদিন এক বুড়ি এসেছিল দ্বারে
যতটুকু পারে হাঁটি বয়সের ভারে,
বলে- "ওই বস্তি থেকে এসেচি আমি,
দু'টো দিন খেতে পাই নাই-
আমায় দু'টো ভাত দাও ভাই;
জীবন্ত ভূমির 'পরে শুধু মৃত্যু পরোয়ানাই
জারি হইবার আশা ছাড়া যেন কিছু আশা করিবার নাই!
দাও না দু'টো ভাত, খানিক পেটটি ভরাই।


গাভীর শুষ্ক ওলান কচলায়ে
দুগ্ধ পেয়েচে কবে কে ধরায়ে?
কিছু নাই, কিছুই আসিনি লয়ে;
আধো আশা, আধো সংশয়ে
উদরের যন্ত্রণা পেতে তোমার দোরগোড়ায়ে
দু'টো ভাত দিবে বলে এসেচি হে ভাই;
দু'হাত পেতে শুধু খুঁজি করুণাই,
নাই- আর কিছু নাই- কোনো অভিযোগ নাই,
শুধু তিলখানি বাঁচিবার ঠাঁই-
যা দিবে সম্বল সেই; তবু দু'টো ভাত দাও খাই,
আজ দু'দিন এই ভাত চোখে দেখি নাই";


সেদিন আমার যেন মন গলে নাই,
আমি দয়া করি নাই,
আমি ভাত দিই নাই;
মুখের উপর তার
বেঁধে দিয়েছিনু দ্বার,
ক্ষমা করো- বলে টেনেছি উপসংহার।