এইখান থেকে বের হয়ে কতদূর যাবো?
তুমিই বল- কতদূর গেলে পথ হবে শেষ?
কোনদিকে-কতদূর গিয়ে জীবন স্বচ্ছল বেশ?
কতদূরে আর ইট হয়নি মাটি, সে মাটি পাবো-
তুমি বলতে পারো- মুখ তুলে, চোখ খুলে, হৃদয় খুলে;
বল তবে, এইসব সত্যি আর কতদূর গেলে?
কোথায় নামে না কাকের ঘাড়ের মতো সন্ধ্যা-
তারপর সেই ঘাড় বেয়ে তারই শরীরের মতো জ্বলজ্বলে অন্ধকার?
এই বেলুনের অন্তঃত্বকে কোথায় নেয়নি কর্ণধার
ভাসিয়ে নীহারিকা মানুষের চোখে-বুকে, সেখানে পদে পদে ফুটে আছে রজনীগন্ধা?
সময়ের গলার দড়ি হাতে পেঁচিয়েছে মানুষ-
মেঘের গান, রোদের গান, উড়ছে পুলকের তুষ?