কাদার মাঠে উদাম পা ফেলে ফেলে সে আসে,
কবেকার বিলীন হওয়া নীলগাইয়ের সুরের মত
দেখা যায় তারে- পৃথিবীর কন্ঠনালির ভিতর;
কাঁচা ধান গাছের সবুজ ডগায় ডগায় সে লাফিয়ে চলে
বাতাস ধরে, ঢেউয়ের মত খেলে;
শঙ্খচিলের অরুণরাঙা ক্লান্ত ডানার পালকে পালকে
রক্তজবার গন্ধের মতো নীরব ছায়া তার
বহুদিন ধরে খুঁজেছে বহুজন এই পৃথিবীর 'পরে;


রৌদ্রদগ্ধ মৃত্তিকার বাষ্পস্তর হয়ে অনেক দূরে
কল্পনার মত ভাসমান বায়বীয় সীমানায় বোধ'য়
পেয়েছিলুম তার আঁচ কোনো কোনো সময়;
তবুও
বুঝিনি কত আগে থেকে
শিয়রের কানন-ভাগে
শ্বেতচন্দনের গাছে সে ফুটে আছে!


মকরমুখো মনস্তাত্ত্বিক আকাশ কবে কোন নিউরন
থেকে লুফে নিয়েছিল তার দুগ্ধবতী মেঘ-
মনে পড়ে নাই তা, মনে পড়ে না; তবুও আজ
এই কাদার মাঠের উপর হেঁটে এসে
হৃদয়ে আমার তার ঘ্রাণ ছড়ায়েছে
স্পষ্ট
বনমল্লিকার মত।