শিশুগাছ হয়ে গেছে বুড়ো;
তবু তারে 'শিশু' বলে স্বান্তনা দিতে দিতে
তার নিচে বসে আমি ছায়া খাই, হাওয়া খাই!
সামনে কাদের গরু আছে, মহিষ আছে,
ছাগল আছে, ভেড়া আছে,
পাখি আছে- হাঁস আছে, মুরগী আছে;
ফল আছে, মূল আছে;
তবু আমি হাওয়া খাই,
আরাম খাই।
ইউফ্রেতিসের মতো রোদের নদী,
তার পাশে আমি ব্যাবিলন হয়ে শুয়ে থাকি যেন;
হাওয়া খেতে খেতে
সেনেকার সাথে
মতানৈক্য হয়,
তর্কে বিতর্কে তার সাথে
চলে যায় দিন, জীবন তবুও চলে যায় না।