তুমি শীত-
আসিয়াছে যে সুদীর্ঘ নিশীথ,
তার বুকে বনজুঁইয়ের মতন ফুটিয়া রহিলে
তুমি কুয়াশার ভিতর; পাশে আমি আছি ঘাস
শিশুর মতন- যে একটি রাত্রি করিছে উপবাস
জননীর বুকে ফসল ফলে নাই বলে।
তবুও তুমি আসিয়াছো আজ-এখন-আমার স্নায়ুর কাছে;
জাগতিক সমুদ্রের পরে যা কিছু থেকে গেছে
রহস্যময়- তেমনি এই নগরীর তিমিরে
শীত হয়ে নেমে এলে তুমি।
ছাপায়ে সমস্ত নির্জন বনভূমি-
যেইসব জমিয়াছে চেতনার ব্যাপক গভীরে
আমার, রহিয়াছে চিরদিন সুনসান-
তুমি শীত- এই নীরবতা করিয়াছো ম্লান;
এই রাত্রিতে শুধু তুমিই অম্লান।