এক প্রাণ,
এক বিধ্বস্ত প্রাণ;
সুডৌল উজান
বেয়ে গড়িয়ে এসে সন্ধ্যা রঙের হাঁস
হরিণের শিংয়ের মত তীক্ষ্ণ চোখে বারো মাস
যেদিকে তাকায়-
সেদিকে মরা নক্ষত্র অনেক, অনেক নক্ষত্র উকুনের মতো পৃথিবীর মাথায়;
ক্লান্তিবাজদের বিপুল সমাগম ঠেলে
আশার ফোঁটা পেলে
পেতেও পারে এক বিধ্বস্ত প্রাণ।