একদিন ছবির ভিতর আমি,
তারপর তুমি আসিয়াছো পিছে: হেঁটে বিস্তীর্ণ চারণভূমি
দিগন্তের অন্য পারে- আপেলের বীজের মতো জীবনের মৃদু আওয়াজ
আরো মুছে ফেলে- এক চিরস্নিগ্ধ গানে মত্ত মনের মতন করেছি বিরাজ;
যে নদী- আকাশের মুখ ধার লয়ে অনাবিল দ্বিধাহীন যেতেছে চলে:-
আমি সে নদী, আকাশ তুমি; তোমার অর্বুদ মসলিন কুন্তলে
যে অমেয় দীর্ঘ নিশা, সেথায় রেশমি হাওয়া এলোমেলো করিতেছে খেলা; আরো
কিছু দূরে- আমাদের শান্ত প্রেমে সুর-তাল বাঁধিতেছে গেঁয়ো কুয়াশার গুঁড়ো;
রৌদ্রের খড়ম রূপালি ছায়ার ঘষায় ক্ষয় হইতেছে:
একদিন- এমনই ছবির ভিতর- আমি, তুমি পিছে
আসিয়াছো তারপর; আমাকে পেয়েছো তুমি, আমি তোমারে-
যেমন শিশির পেয়েছে সবুজ-সোনালি তৃণের অঢেল শরীর; রঙিন শম্বরে,
কস্তুরী-গন্ধে সাজানো বিস্তীর্ণ চারণভূমির স্বাদ লয়ে আমাদের নগ্ন পায়ে- দিগন্তের
অন্য পাড়ের ধূলে মিশে গেছি কবে পাইনি তা টের।