ওদিকে মিনারের মত দৃশ্যমান একটা ব্যাঙ!
শব্দদলিত বাতাস- পাথরের ডেরা নাই,
লিথোফাইটের ঘ্রাণ কত শতকের কিনারার ওপারে মুখ ঢেকে কাঁদে;
এখানে আমরা থাকি, আমাদের চিহ্ন থাকে;
তবু ওদিকে আগুনের মত প্রতীয়মান একটা ব্যাঙ!


স্যাঁতসেঁতে অন্ধকার আমাদের বুকে আছে?
ছিল কত পুরুষ থেকে? নাকি আমরাই অন্ধকার?
রাস্তার অন্যপাশে নিরলঙ্কার প্রাক্তন রেস্তোরাঁর সজীব গন্ধ
সেই শ্যাওলাদের জেরায়
ঘুরপাক খেয়ে আছে;
এই কেতাদুরস্ত দিবালোকে
ওখানে একটা ব্যাঙ এমন দাঁড়িয়ে আছে কেন?


মানুষের খোলস ভেঙে মানুষ বের হয় নাই-
মানুষের ভিতর মানুষ নাই, থাকেনা
এই ইল্যুসিভ মুন্ডের অন্ত্রে;
তবুও গোরু সন্তান প্রসব করে বিশুদ্ধতার ছেঁড়া আঁচলের 'পর,
চরে বেড়ায় ভাইরাসময় নিওটেরিক স্তরে;
হোক তবুও-
কোনো তোয়াক্কা নাই-
দিনের শুরু থেকে রাতের অন্তে
কেন এভাবে জীবাশ্মের মত নিশ্চিত হয়ে আছে অশীতিপর একটা ব্যাঙ?