সকল ধূসরতা অশ্লীল ভেবে তুমি
কুলীন সন্ধ্যার মুখে ফেলে গেছ একলা মরুভূমি!
নিরীহ তরুবর্ণ হাত নক্ষত্রের আদল
ঝরে গেল কি সময়ের পর? সময়ের তল
স্পর্শহীন রয়,
আমাদেরই হয়ে যায় ক্ষয়
সময়ের দীর্ঘ ধমনীর ভেতরে-
এইটুকু বুঝি; তবু তোমার রক্তের আঁতরে
যে চিরন্তন স্নিগ্ধ সুগন্ধি বন,
তার পাখায়-পালকে হাওয়ার মতন
সাঁতার কেটে মনে হয়: এমন সন্ধ্যার কাছে
তোমাকে খোঁজার মতো ঢের সময় আছে!