তৈলাক্ত সময়ের গ্রন্থি থেকে টপটপ পড়ে
ইতিহাস;
তার অজানা অভিসারী পথ ধরে চলে গিয়ে হঠাৎ
কোথায়
কোন ডাহুকীর কান্নার জলে যে নদীর স্রোত-
ধারায়
ভেসে গিয়েছি, সেই নদীর উপর আমি পেয়েছি
তোমায়
বিষন্ন-নির্জন-রূপসী শৈল-র মত- প্রায় দু'শত বছর আগে
একদিন।


এই পথ ধরে আরও
দূরে
আমাদের মিশ্রণ অতল সাগরে,
দিশাহীন;


তারও দূরে সূর্য স্নান সেরে উঠে
যে ফিরে আসেনি তাকে পথ দেখাতে;


বালুচর খুঁড়ে মুক্তির লোভে যে হিম প্রতীক্ষা করে-
তার বুকের অভ্যন্তরে
আমাদের সমস্ত স্পন্দন মিশে একাকার!


হে অদেখা মৃণালিনী,
চল পুরাতন পথে আবার
সেই মহালগনে-


পৃথিবীর গর্ভে সময়ের প্রাচীন বীর্যের ভিতর হয়েছিল আমাদের
মিলন!
থেমে যাক সময়, থেমে যাক পৃথিবী;
মহানির্বাণের করতলে মুখোমুখি দাঁড়িয়ে আমরা
দুজন!