পৃথিবী দুটি
দিল পরস্পরকে ছুটি :
অগভীর স্থলে মড়ার মতো ডুবে গেল বর্ষীয়সী পথ;
তবু বিশদ সত্য এ-ই
আমরা স্থিরতা লুকিয়েছি আড়ালে,
পড়ার টেবিলে,
জ্যোৎস্নার কবলে।


জ্যোৎস্নার কবলে প্রেমিকেরা অধৈর্য রোগী ;
প্রেমিকারা বোধ'য় ক্লান্ত কঙ্কন স্বর!


বীণার সুর যেন দূরতম আকাশে লীন হওয়া চিলের
বিষন্ন চিৎকারের মতো মনে হয়- মনে মনে!
অনেক বেদনা কৃষ্ণপক্ষের মতো জমছে বোধহয় ;
এমন তো ভালো নয়!


স্থিরতা, তুমি ম্লান হও।
প্রেমিকা, তুমি বিলুপ্ত হতে পারো সুবোধের মতো।