একদিন এমন যদি হয়-
সারসের ঠোঁটের মত সময়ের জলাশয়
থেকে আমায় নিয়ে গেল তুলে
মৃত্যু এসে- তারপর যত অতীত ক্ষয়
হয়ে গেছে, যেমন একদিন প্রৌঢ়া কুয়োয়
যে জলের কথা পৃথিবী গিয়েছে ভুলে!


এমন হঠাৎ একদিন চলে গেলে-
মুছে যাবে জন্মের দাগ, ধূ ধূ মরুর বুকের উপর
পথহারার পদচিহ্ন যেমন সোনালি বালির ছোবলে
মরে যায়; হাটবাজারে থামবে না ক্রয়-বিক্রয়,
শহরতলীর কোলাহল-সুর-প্রেমের সঞ্চয়
জারি থাকবে তবু;


সূর্যের মৃত পালক যাবে ঝরে- আকাশের শেষ তীরে
দেহ লুকোবে তার, পাখি ফিরবে নীড়ে;
উভয়েই উঠবে জেগে আবার পৃথিবীর বুকে- ঘন ঘন;
তুমি জানো,
জানি আমি- সবকিছু রয়ে যাবে অনাবিল-অবিরাম;
সবার মত তুমিও ভুলবে আমায়- সুজনা;
ভুলে যেও, ভুলে যাওয়া তবু দরকার!
এই খেলাঘরে যত খেলনা একত্রে আমাদের-
তখন সেসব শুধু, শুধুই তোমার।