আরশোলার ঘর ঘেঁষে হেলে পড়া ম্যানিকিনের মত বর্তমান আকাশ;
তার নিচে- 'একই আত্মা- ঘোড়ার খুর হঠাৎ গোরুর খুর হয়ে যায়'
এমন দুঃখজনক ঘটনায়
ফড়িংয়ের ডানার মত অস্ফুট  
হয়ে যায় হৃদয়ের গ্রাম, মেঠো পথ,
শুকিয়ে যায় শব্দপুকুর;
তারপর বাকি থাকে শুধু  
আয়নায় আয়নায় বিগত জীবনের
সাদা-কালো মেঘে মেঘে দীর্ঘশ্বাস ছড়িয়ে দেয়া-
এমন জমে থাকা আলকাতরা রাতে।