জানি, ছেড়ে যাবে না কোনোদিনই
পার্থিব জগৎ যখন নীল সমুদ্রে অবগাহনে,
চাই শীতল আশ্রয় তোমার
নীল চোখে নিস্পলক দৃষ্টি আমার
সমস্ত চেতনা কেন্দ্রীভূত তোমাতে ,
পেয়েছি সব...
যা কিছু পার্থিব-অপার্থিব-অধরা-অনাঘ্রাত;--
শুধু তোমাতেই।


মনে পড়ে, নিয়ে গেলে
যেখানে পাহাড়ের কঠিন প্রস্তর
নিঃশব্দে চুম্বন করে
সমুদ্রের নীল কোমল জলরাশি,
সবুজ মখমলে শুইয়ে আকাশ দেখালে;
নিয়ে গেলে গ্র্যান্ড ক্যানিয়ন-এর কিনারে
লাফিয়ে পড়লাম নীচের পৃথিবীতে
ভাসতে ভাসতে অদৃশ্য হলাম----
তখন তুমিও কৃষ্ণগহ্বরে হারিয়ে গেছো,
জেগে উঠলাম ঘর্মাক্ত,
একরাশ যন্ত্রণা বাতাসে ভেসে
নিঝুম কালো পলেস্তারা খসা চার দেয়ালে;--
বন্দী আমি, যেমন বন্দী
বস্তির অস্বাস্থ্যকর ঘরে  ক্ষুধার্ত শিশুর কান্না।


নীল বাঁধন ছিঁড়ে এখন আমি মুক্ত,
জানি, আবার আসবে;
নিয়ে যাবে সুখ-পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে
অথবা অতলান্ত সাগরের নীচে ডুবুরীর বেশে
বিষাদ কুড়াতে।


প্রলয় দিনে যদি ক্লান্ত পৃথিবী
অব্যহতি চায়; সব গতি স্তব্ধ করে,
শেষ হয় রঙ্গমঞ্চের কঠিন অভিনয়,
শীতল কোলে আশ্রয় পাবো,
কোমল হাতের অনিঃশেষ মায়ার বাঁধনে
থাকবে আমার হাত;----
সমস্ত ক্লান্তি ভুলে---চিরশান্তিতে ......