ভীরু হিম চোখে
চিত্তহারী পথ খুলে যায়
তোর বুকে হোঁচট-পথে
দেখলাম ঈশ্বর জানলা খুলে,
বুঝলাম, পথ ঠিক,
অবেলায় রেনু কান্না হয়ে বাতাসে ভাসেনি।


আমার পরিচয় আঁচড় কাটা বুকে,
পাহাড় পেরিয়েছি অন্যযুগের আশায়,
দুরবীনে দেখেছি শুধু চূড়া আর খুলে যাওয়া পথ,
আর?-----মনে নেই যুগের খেয়ালে।
যুগ বদলানো বাধা পেরোলাম
রক্তকপাল আর বাস্প গলায়।


বদলায় না কিছুই!
যেখানেই জন্মাক ফসল
নারীর গর্ভ বা বসুধার বুকে
খসে পড়ে অধিকারের কবলে,
নিয়মের ধারাপাত আর ক্ষুধার পাঁচালী
মাথা দুলিয়ে পাঠ করে নবজাতক।