প্রেমের কাঠগড়ায় দাঁড়িয়েছি আজ
বিচার প্রার্থী আমি,
দ্বিধাগ্রস্থ ফিরেছি দ্বারে উপচানো আকাঙ্খা পাত্র হাতে,
পরমালোকে চোখের পাতায় তুই জেগে থাকিস্‌, শ্রী,
প্রতিটি শিরা উপশিরায়; আমার প্রতিটি অশঙ্ক ইচ্ছায়।


বাস্তবের শ্বাসরোধী বিষময় ধোঁয়ায়
আমার আবিল অবয়ব তোর জটিল জগতে,
নিজস্ব সত্ত্বায় আমাকে স্বতন্ত্র করে তোল্‌ শ্রী,
তুই অধরা;--হাতের মুঠোয় পারা!
অনুরাগের উত্তাপে তোকে পোড়াবো
মনের ঘরে জমিয়েছি খড়কুটো,
কঠিন শৈত্যে উত্তাপ দেবো
যে তাপে হিমগিরি গলে; স্ফীত হয় যমুনার বুক,
উষ্ণ হয় নগ্ন ফুতপাত---
সেই উষ্ণতা তোকে দেবো; এই অঙ্গীকারে
যজ্ঞানলে পুড়িয়েছি অবিনশ্বর মন,
অস্তিত্বের তিলক কেটেছি কপালে, তীব্রভাবে চেয়েছি
যেহেতু প্রেমের সংজ্ঞা আজও আমার অজ্ঞাত,


ফাগুনের রক্তিম সন্ধ্যা হাস্যকর মনে হয়!