কুড়িয়ে পাওয়া একটুকরো কাগজে
ডারউইনবাদ;-- বিবর্তনের ইতিহাস
ইচ্ছে-ভেলা ভেসে যায় দুফোঁটা চোখের জলে
যেমন বেহুলা ভেসেছিল গাঙুড়ের জলে
সাথে নিয়ে জীবনের কঙ্কাল,
তোমার খেয়াল-খুশির কাগজের নৌকাও
ভেসে যায় অমরার পথে
নিয়ে আসে উপঢৌকন,
কিন্তু বেহুলাকে নাচতে হয়--নাচতে হবে চিরকাল,
কষ্টের দেহবিভঙ্গ কামানলে চোখ দিয়ে গিলে খায়
একদল বরাহ-নন্দন
জাতির-জনকের ছবি হাতে।


নোংরা জলে দাপিয়ে একরাশ ভাইরাস
বাতাসে ছড়িয়ে ওরা টাঁকশালে বসে
সাদা পালের খেয়ায় না ভেসে
রাতের কালো পেঁচার ডানায়
অন্ধকারে লুকায় ছাপা কাগজের স্তুপ
অনৈতিক অধিকারে,
মনের হরষে বানায় কাগজের দেওয়াল;
ভাঙা একটি টুকরোয় হয়তো আমারও নাম আছে,
যে ভাবে বাস্তিল ধুলোয় মেশে
ভেঙে যাবে সেই পলকা দেওয়াল
প্রবল জনস্রোতে--বঞ্চিতের আর্তনাদে;-- ফুৎকারে,
সবাই খুঁজে নেবে নিজের নামাঙ্কিত টুকরো;--
টিকে থাকার রসদ।©