আক্রোশে চিৎকার নয়; দগ্ধ স্বরের ধারায়
বৃহন্নলা মন কামনার রঙে কোনদিকে ধায়!
মৌন যৌন-মন কার সাথে মিশে অর্ধনারীশ্বর হতে চায়!
ক্লিববিশ্বে সর্ববাদ থেকে দূরে তালি দেয়
কোন গবাক্ষ থেকে;---পুজে কি স্পষ্টলিঙ্গ ঈশ্বরে?


জানিনা, শ্লীল বলে কাকে?—খায় না মাথায় দেয় !
তালিতে ব্যঙ্গ ফেটে পড়ে উচ্ছাসে
পিদিম-সলতে পুড়ে খাক্‌ হয়ে যায়,
বুকের ভিতর বসতবাটি; আছে পাতা শীতলপাটি
রতিক্লান্ত মনের একফালি নিরাপদ আশ্রয়-ভূমি,
শিশ্নোদর-পরায়ন হোক্‌ লিঙ্গবাদী বিশ্ব
ওরা লিখে যাক্‌ অশ্রুধারায় নীরব সালতামামি।


©Joy Gangopadhyay