বোধের যে স্তরে ভাসে চতুর্দশীর চাঁদ
নিমীলিত চোখ আর নিস্তরঙ্গ মনে হিরন্যগর্ভ,
কম্পমান জিভ-ওষ্ঠ-আলজিভ আর কণ্ঠ উৎসারিত ব্রহ্ম
ছুঁয়ে দেয় বোধের দুরূহ স্তর দোদুল্যমান সেতু বেয়ে।


হৃদয়ের প্রতিটি প্রকোষ্ঠে হানাদারি ছক কষে
মুক্ত আকাশের নীচে অপেক্ষমান ভাষা চাতকের মতো
আকাশ বাতাস আলোড়িত করে বোধ
শব্দ হয়ে ভাসে কালের সলিলে।
তোমার প্রকাশে গড়ে তুলি এই ধ্বনিত জীবন
তোমার প্রকাশে প্রকৃতিকে ধারন করি বুকে----হে মাতৃভাষা।


মায়ের স্নেহে তোমাকে পাই
মাটির গন্ধে তোমাকে পাই
শহীদের রক্তে তোমাকে পাই
একান্ত শিহরনে তোমাকে পাই---- হে মাতৃভাষা।