ও বেলুনওয়ালা,
তুই ভরে দিস্‌ বুকভরা ইচ্ছে-বাতাস
ঐ বেলুনে;--লাল-নীল-সবুজ-হলুদ,
নির্মল আকাশ-বুকে দিয়ে যাস্‌ সাতরঙা ঝলকানি,
কালান্তক হবে কি ঝড় তোর ঐ বুকের বাতাস?


ও বাদামওয়ালা,
ভালোবাসা কেমন নিঃশব্দ আলিঙ্গনে প্রতিটি বাদাম-খোসায়!
নিবিড় করে কোন্‌ অসীম ইঙ্গিতে!
খোসার অন্ধকারে লুকিয়ে থাকে মুক্ত যুগলের স্পর্শ অভিলাষে,
তবু মনে হয়, এই পুতুল নাচের আসর, এই আবরন
ভেঙে যাবে কি এক কালান্তক আঘাতে?


ও ফুচকাওয়ালা,
ঢেউ তোল্‌ ঐ অম্লপাত্রে
অনুভব করি প্রতিটি গ্রাসে
অতল-গহ্বরে এক-একটি সুনামীর হারিয়ে যাওয়া,
তোর প্রতিটি দান; আমার প্রতিটি গ্রহন
জাগায় ব্রহ্মাণ্ডের ইঙ্গিত,
মোমের শিখায় আটকে থাকে আমার দৃষ্টি,
দিতে পারিস্‌ এক কালান্তক ঢেউ?---
আমাকে চিনবো আমি ঐ অনির্বাণ মোমের শিখায়...