চুম্বনরত দুই সময়ের শঙ্কুর তীক্ষ্ণ অগ্রভাগ
মাত্রাহীন স্পর্শে বর্তমান জাগে মনে,
অতীত-ভবিষ্যতের এই দুর্নিবার আকর্ষণ...
আগামীর সঙ্কোচনে শূন্যে মিশে থাকি,
তবু শূন্য দেখি কই!
দেখি শুধু ফেলে আসা অনন্ত অতীত
বকফুল জ্যোৎস্নায় যতদূর চোখ যায়।
আগামীতে পৌঁছাতে পারিনা
শুধু শূন্য ছুঁয়ে ছুঁয়ে ফলভোগ!


আসলে বর্তমান অস্তিত্বহীন;
আছে শুধু দুই অসীম সময়ের শঙ্কুর মাত্রাহীন স্পর্শ ।