তোমার চলে যাওয়ার পদাঙ্ক
ঈষৎ বৃষ্টি ভেজা পথে;--
সময়ের মানচিত্র।


মস্তিষ্কে রক্তবাহী শিরার দপ্‌দপ্‌
চোখে রঙ-বেরঙের ফুল;--
ভালবাসার চালচিত্র।


ঠিক করেছি বলবো না আর অধিকারের কথা
যন্ত্রণার ফুল হৃদয়-বাগিচায় করেছি চাষ
তোমায় উপড়ে দেবো গাছ।


গ্রহনে কৃতার্থ করো ধ্যানমগ্নতা
এই প্রেমসন্ধ্যায় মানসারতি;--
ফেলে যাওয়া দু-একটি বৃষ্টি ফোঁটায়।


আমার আকাশ ঘর, তুমি দিগন্তে এলোকেশী
শাখানদী মন নরম পথ ক্ষয়, তোমাকে ছুঁতে
আসলে-নকলে; যেমন-তেমন।


ছোঁয়া হয় না, ছোঁয়া যায় না মরীচিকা
শুধু এক ক্যাকটাস্‌ মরুর গভীরে রসের সন্ধানে


একমাত্র সত্য তোমার ফেলে যাওয়া সময়ের মানচিত্র
ঈষৎ বৃষ্টি ভেজা পথে।