চেয়েছি নিখাদ একাকীত্ব
নির্জনতার অনুভব জনাকীর্ণ পথে
চাঁদের নির্লজ্জ আত্ম-অহঙ্কার ছাড়া পূর্ণিমা
শরীর যা শূন্য ছুঁয়ে থাকে


শূন্য-শূন্য-মহাশূন্য....
ভ্রমে আবিষ্ট আদিগন্ত বাসর রচি
কতটা কাছে এলে শূন্য তফাতে আসি!
কতটা জলগর্ভ হলে মেঘ সমুদ্র হয়ে শূন্যে ভাসে!
জীবন কতটা নিবিড় হলে বলতে পারি---
“শূন্য ছুঁয়ে বাঁচি...”