সেই যে গেলে
কয়েকটি শুকনো ফুল,
শ খানেক খামে মোড়ানো চিঠি ফেলে
সেই শুকনো ফুল গুলো আজও সুবাস ছড়ায়
তাজা ফুলের সুবাস যার কাছে নস্যি
কারণটা আমার অজানা নয়
তোমার হাতের স্পর্শ লেগেছিল তাতে।


আর খামে মোড়ানো সেই চিঠি গুলো
প্রতিনিয়ত বের হয় খাম থেকে
আবার ফিরে যায় খামের ভিতর
আজো শুকনো দেখিনি সেগুলোকে
প্রতিদিন ই ভিজে
আমার চোখের জল।


আমার চুলগুলো আজো এলোমেলো
তোমার কঠিন আসন
আর হাতের স্পর্শের আশায়
যাতে চুলগুলো
বাধ্য ছেলের মত হতো


এখনো আমার নখ গুলো বড় হয়ে যায়
তবে অনিচ্ছায় নয়
কেমন একটা আশা
তুমি পরম ভালোবাসায়
শাসন করে কাটাবে নখ গুলো।


কিন্তু
আমি চাইনা তুমি ফিরে এসো
বরং
আমাকে নিয়ে যাও
তোমার কাছাকাছি।


বিধাতার কাছে পরম প্রার্থনা
থাকতে পারি যেন
চির শায়িত
তোমার পাশাপাশি