ছিন্নভিন্ন মগজ আরেকটি বুলেটের চুম্বনে
সবুজ ঘাসে লুটিয়ে পড়লাম রক্তাক্ত আমি
দেশ পেল স্বাধীনতা, আমি স্বর্গ বিনিময়ে
নতুন সূর্যে ঘোষিত হল স্বাধীন বাংলা
স্থায়িত্ব পেলনা স্বর্গসুখ তথা স্বাধীনতা
নতুন হায়েনার লীলাখেলা
সর্বভুকে অস্তিত্ব হারালো রক্তের স্রোত
আমার রক্তের মূল্য চাই


হে সর্বশ্রেষ্ঠ, স্বর্গ নয়
পূনর্জন্ম চাই বাংলার মাটিতে
শহিদ হতে চাই বার বার
সত্যিকারের স্বাধীনতা দিতে চাই
আমার মা বাংলাকে
আমার রক্তের প্রকৃত মুল্য চাই