মেঠো পথ,ঝাপসা বারিতে
হারিয়েছে দূরে,
কদম তলে দাড়িয়ে একা
বাদলের ভিরে।
বক্ষ খানি আধা ভেজা
তবুও দাড়িয়ে।
চারিপাশ আধারে
যায় ছেয়ে ছেয়ে,
দক্ষিণা হিমেল হাওয়া
যায় ধেয়ে ধেয়ে,
কতবেলা কেটেছিল,
কদম,হাতে দাড়িয়ে
কোন বেলায় আসিয়া
নিবে জড়িয়ে...?
আজ তুমি কোথায়,
কত দূর,গেলে হাড়িয়ে...?
বর্ষায় কদম পাপড়ি
গেছে গুড়িয়ে,
এই কদম স্বাক্ষি
আমি ছিলাম দাড়িয়ে।
মেঠো পথ ঝাপসা,
একেলাই আজ,
যাবো হাড়িয়ে।