আঠাশ বছর পরে


আঠাশ বছর পর ঘরে নেমে আসে শিশিরের জল
এতদিন জীবনের সাথে জীবন জড়িয়ে ছিল মনে
আমাদের ভালোবাসা ছিল যেন সকালের সোনারোদ
দু'টো নক্ষত্র এসেছে কোলে যন্ত্রণার পরিপাক হয়ে
জ্যোৎস্নার আলো উঠোন ভরে সেসময় করেছিল খেলা
আকাশছোঁয়া স্বপন ছিল ওই দুটো নক্ষত্রকে  ঘিরে


সূর্য থমকে দাঁড়িয়ে রয়েছে  জানালার ফাঁকে ফাঁকে
আঁধারে ছেয়ে নিয়েছে চোখ রক্ত ঝরে নক্ষত্রের বুকে


আঠাশ বছর পর আর হবে না দেখা হবে না কথা
কলমীর মতো ভেসে যাবে এতদিনের স্মৃতি সিন্ধুতে
ছিল যত কথা ভালোবাসা সবই আজ বাতাসের ঠোঁটে
চিনব না হঠাৎ হলে দেখা ভরে যাবে চোখ কুয়াশায়
আঠাশ বছরের গৃহস্থালি হৃদয়ে  করেছি দাফন।