পবিত্রতার সুগন্ধি মেখে টোনা-টুনি উড়ে মুক্ত আকাশে
পরিষদে বলে বেদাঙ্গ আর নীতির কথন
শকুনের ঠোঁটে ঝুলছে আবার আদিষ্ট চিঠি
বহিরাঙ্গণে কত দেখা যায় হিজাবে আবৃত ন্যাংটো পুঁটি।


লোক-চোক্ষুর অন্তরালেই কাঠঠোকরারা ঠোকরে বেড়ায়
পরকীয়া সুখ অন্বেষণেই অবৈধ ডাল
ঝিঙের বুকে অশ্লীল বিছানা পেতেছে শাসক
স্বীকারের লোভে নিশ্চলভাবে ওত পেতে থাকে মাছরাঙা -দল।


রঙিন পৃথিবী গণিকার ঘ্রাণে পিয়াস মিটিয়ে হচ্ছে মাতাল
কে-বা কাকে শোনে ঢোলে বাড়ি দিতে ভালোবাসে সবে
কোকিলের গান কলুষিত হয় বৈরী বাতাসে
বেহায়া গল্প জাতীয় জীবনে পরিণত হয় ব্যাকটেরিয়ায়।


লংকা রাজ্যে রাবণ দলের দৌরাত্ম্য চলেছে বেড়েই  
কুচরিতার্থে রক্ষক আজ হচ্ছে ভক্ষক
বেহায়া শাসক দেয় চুমু অনৈতিক শাসনে
পারো না কেন যে জ্বালিয়ে ওদের নব- ইতিহাস একটি লিখতে?


( "বেআইনী বীর্য " কাব্যগ্রন্থে প্রাকাশিত)