দেখছি এখন ঘুমন্ত ঝিনুক তুমি
চোখ দু',টো বুজে থাকো সারাক্ষণ
আর বন্ধ চোখে...
এঁকে যাও এলোপাতাড়ি নকশা
তুলির আচঁড়ে
মানচিত্রের বুকে দুষ্ট চক্রের ইশারায়
অস্তিত্ব হারিয়ে হয়ে গেছে যেন
ঘুমন্ত রক্তাক্ত লাশ।


তবু জেগে যায় মাঝে মাঝে ঘুমন্ত বিবেক
রক্তাক্ত লাশ জেগে দাঁড়িয়ে উঠে
ভবিষ্যৎ প্রজন্মের জন্য।


যুবকরা যেন মদ গাজা ইয়াবার জালে
ঢুলু ঢুলু চোখে যাচ্ছে তলিয়ে আঁধারে
আর কষ্টগুলো টুপ টুপ করে ঝরে পরে মানচিত্রে।


চোখ দু'টো কখনো বিবর্ণ হয়ে যায়
সবুজ জমিনে দেখে হলুদের চাষ।


ঘুমন্ত ঝিনুক থেকে বেরিয়ে এসেই
দেখাও সবুজ পথ প্রজন্মকে..
নইলে জীবন্ত লাশে কুঁজো হবে পিতাদের ঘাড়  
তদনন্তর সবুজ স্বপ্ন  
উড়বে হলুদ ধুলো হয়ে জলের আকাশে।