ওরে ঐ দেখ্ আকাশ পানে
যাচ্ছে ভেসে ইদের চাঁদটা খুশির বানে
দেখবি যদি খোকা- খুকি
আয় না তবে সবাই তোরা আমার সাথে
আকাস ফুঁড়ে দিচ্ছে উঁকি


বাঁকা চাঁদকে আকাশ-বুকে
সারিবদ্ধভাবে সবাই দেখছে ঝুঁকে
কেউ-বা আবার আঙুল তুলে
আহা! তারা খুশিতে আজ উঠছে নেচে
হিংসা- বিদ্বেষ সবই ভুলে


জুড়ছে গল্প সব খোকারা
ইদের মাঠে নামাজ পড়বে আজ
নামাজ শেষে বলছে ওরে
সবার সাথে  করবে না-কি কোলাকুলি
ফিরবে একে অপরের হাত ধরে।


বিলাবে আজ  ইদের খুশি
সাথে আছে বন্ধু মানিক টুসি
দিচ্ছে জামা নেইকো যাদের।
আরও দিচ্ছে লাড্ডু সেমাই মাংশ পোলাও
খাচ্ছে নিয়ে সাথে তাদের


( সংস্করণ)