মিথ্যের সিঁড়ি বেয়ে হয়তো যেতে পারো কিছু দূর
যেতে খাবে উলটপালট  সত্যের মাঝেই ঘুর।
দেখেছ ইতিহাস দিয়েছি কাউকে কোনোদিন ছেড়ে?
সময়ের ঘূর্ণি পাক নেবে দেমাক তোমার কেড়ে।
অপরের ধনে আত্মম্ভরি করছ যে বোকার মতো
যত ধোঁকা দিয়েছ অন্যকে শোধ তুলে খোদা ততো।
সূর্যকে ফাঁকি দিয়ে কি চাঁদ থাকতে পারে দিনরাত?
সূর্য তার অধিকারে আসবে ফিরে সময়ের সাথ।
অপর ধন কুক্ষিগত করে পারো রাখতে বেশি দিন?
বলছে ইতিকথা যাবেই সে বাজিয়ে বিরহবীণ বিরহবীণ
কাকের ওমে ডিম ফুটে কোকিলের হয় ছানা
সেই ছানা হয় কি কাকের কারও রয়েছে কি জানা?
ছিনিয়ে নেওয়া সম্পদ শুধু হয় যে হাতবদল
সেই পাপড়ি ফিরবে তার দলে তুমি থাকবে যে অদল।


তাই আর নয় অহংকার ফিরে দেখো স্বচেহারা
বড়াই করে নিজেকে নিয়ে বাঁধো দেখি নিজ ডেরা!
কতই আর যাবে দেখিয়ে পরের ধনে পোদ্দারি
যাবে সব চলে একদিন খাটবে না কোনোই জারি।