কবি জীবনানন্দ দাশকে শ্রদ্ধা জানিয়ে নিবেদন করলাম।



হেমন্তের মধুর আমেজ ছড়িয়ে পড়েছে চরাচরে
গিয়েছে সবুজে ভরে ফসলের সব ক্ষেত
হয় না পথের ঘাস বর্ষার জলে পঙ্কিল
সাঁতরায় না আঁধার মেঘ আকাশের বুকে আর
কাঁপে না শরীর আজ হাড়কাঁপা শীতে
দিগন্তর সীমারেখা সোনা রোদে হাসে
ভোমরার গুণগুণ ভিড় ফুলকলির কুঞ্জকাননে


তবু মাটি ফাঁটা দাবাদাহ পুড়ায় আমার উপবন
নিবৃত্ত বাসনা আজ চেয়ে দেখে উলুখড়
কেন যে জনশূন্য হৃদয় শব্দের শরীরে ডানা মেলে।


২২-১০-২২