প্রজাপতির  মতোন দু'ডানা নাচিয়ে
হৃদয়ের জানালায় দিয়েছিল উঁকি


সেদিনেই উঠেছিল বৈশাখী তাণ্ডব
ভাঙে মড়-মড় শব্দ বুকের পাঁজর
                            বিধ্বস্ত অন্তর
         ভাঙাচুরা বিছানায়
অপেক্ষায় দু'টো চোখ ঘুমহীন রাত
গুণছে প্রহর রাত্রি এখন দ্বিপ্রহর।


      রাতের আঁধার দেখে ছাতিমের ফাঁকে
জোছনার আলো করে নিত্য আনাগোনা
সকল দাওয়ায় জ্বলে ঝিকিমিকি আলো
                               শুধু এ-দু' চোখে
      নিভিয়ে রাখে জোছনা
জানালাটা উন্মুক্ত রাতের পর রাত
বিনিদ্র আঁখি এখন নিখিল ভুবনে
   খেয়ালি ভাবনা উনুনের আঁচে


চাতকের ন্যায় মন জানালার দিকে
অপূর্ণতায় রাত্রি এখন দ্বিপ্রহর।