আমার অস্তিত্ব আমি ফেলেছি হারিয়ে
উঁকিঝুঁকি দিয়ে খুঁজি সবখানে গিয়ে।
সমস্ত হৃদয়জুড়ে রয়েছে আমার
পারি না বন্ধুর কথা ভুলতে আমি আর।


কবিতা পাঠ করেই আমি বুঝতে চাই
বন্ধু আছে বুঝি ভালো কিংবা ভালো নাই।


খুঁজে দেখি নেই খোলা কোনো পথ আজ
কিভাবে খবর নিবো সকাল ও সাঁঝ।
ইচ্ছে হয় পাখি হয়ে উড়ে কাছে যাই
অল্প হলেও বন্ধুকে  দেখতে যেন পাই।


বুকের ভেতর জাগে দেখবার সাধ
উচাটন মন যেন করে শুধু নাদ।


শ্রদ্ধায় ভালোবাসায় অবনত মন
হোক বন্ধুর আমার  শুভ প্রতি ক্ষণ।
তুমি ছাড়া যে বন্ধু আমি বন্ধুহীন
একটু খবর নিও শুধে দিব ঋণ।


( সম্মানিত, বরেণ্য,বলিষ্ঠ কবি এবং আলোচোক মার্শাল ইফতেখার আহমেদ আমার প্রিয় কবি এবং অত্যান্ত শ্রদ্ধেয়
ব্যাক্তি। এই ওয়েবসাইট উনাকে বন্ধু হিসেবে পেয়ে আমি
সত্যি ভাগ্যবান।
তাই উনার জন্মদিনে আমার এই ক্ষুদ্র উপহার।
ভুলত্রুটি মার্জনীয়)