বাংলার দুর্দিনে এই গান-


একটি গান
চির অম্লান
ক্রন্দন হাজার প্রাণ
শত্রু বাজায় শান।


আজ বাংলা প্রান্তরে-
কোরেছে তারা মরন পণ
চাহে না কোন ধণ,
হেযবুত তওহীদ বিলিয়ে দিবে জান,
চাহে তারা মানবতার কল্যান।


আমার বাংলাদেশ এ যে জন্মভূমি আমার
মনের গভীরে বাজে সেই সে গান তোমার।
ওহে সাধীনতা কোথায় হারালে
আজিকে মোর দেশ জড়ালো ভেজালে।


সাধীনতা মোরা কোরেছি এক সাথে
হাজার দলে ভাগ কেন মোরা কোন মতে?
একবার রুপকথার বলে কেন এক হলাম নারে
আজিকে বিভীষিকায় মোরা এক হতে পারলাম নারে।


ভাই মরে বোন ধর্ষণ হলে তাতে কি
আমি আজ কি ভুলে গেছি এ যে মোর জন্মভুমি?
একবার কান পেতে মাটিতে শোন তুমি
চারিধারে ক্রন্দন বাংলার ভুমি।


ষোল কোটি বাংগালী এক হোও এবার
হাতে রেখে হাত সব বাধা কোরে দাও চুরমার।
জান ও সম্পদ দাও বিলিয়ে কল্যানে মানবতার,
হাজার ভাগে ভাগ তুমি ধরায় নাই প্রভাব ,ভাব তুমি একবার।


কোন্দলে হানাহানিতে কে জড়ালো তোমায়
কারা রাখিলো মোদের ভাসিয়ে রক্তের বন্যায়?
হেযবুত তওহীদ গাহে গান প্রভুর সুরে
সত্যদীন কায়েমে সময় নেই দুরে।


হে প্রভু দাও নছর তোমার দলে
মোরা বিজয়ী হবই তোমার নছরের ফলে।
একবার বিজয়ী যদি কোরে দাও দয়া কোরে
তোমার বাংলায় সুখে শান্তি যাবে ভরে।


মোহাম্মদ হাবিব বেন আব্দুস ছোবান।