এই নিঝুম রাতে পৃথিবী চাকচিক্যের আড়ালে
স্তব্ধতায় নির্বাসিত হয়ে ভাবছি নিজেকে বদলাতে পারিনি।


তবু লুকানো সত্য নীরবে সয়ে যত সাজানো গল্পের আরালে কেঁদেছি,
আর আমি নীরবে কেঁদেছি !
আর যত ভুল,
সকল প্রশ্নের মিথ্যে সমাধানে
নিহত সময়ের অজুহাতে ছুঁয়েছে আমায় !!
এইযে জীবন ফুরেবে কোন বেলায় ??
এ বেলায় তুমিই তো আমার নেশার মাদক !!


কিছু চাওয়া সময়ের স্রোতে সীমানা পেরিয়ে নিয়মের বেড়াজালে হারিয়ে যায় !!
কিছু একাকীত্ব জীবনের মোড়ে চাওয়া না পাওয়ার দ্বিধাদ্বন্দ্বিত আর্তনাদ !!