বসন্ত বাতাসে তুমি বুকের ভেতর আনো আনন্দমেঘ
আমি বৃষ্টিহীন ভিজে যাই আর ভিজে যাই
তোমার চোখের আকাশের নীল
আমার বুকের আকুলতা ব্যকুলতা
নীল নয়না দুরত্বে কেন তোমার বসতি?
আমি বৃষ্টিহীন দৃষ্টিহীন থাকতে থাকতে
ভেতরটা পাথরের মত হয়ে যায়
তোমার দৃষ্টির বৃষ্টি দিয়ে ভেজাও
পাথর হৃদয় আমার
বসন্ত শিমুল দিয়ে ভালবাসা পান্ডলিপি তৈরী করি
উপমা তোমার-
তোমার সৌন্দর্যে পরাভূত
শিমুলের রক্তরঙ সুন্দর
প্রিয়তমা সন্দরীতমা প্রানের আঙ্গিনায়
তুমি বার বার বহুবার আসো যাও
তবুও কেন তুমি ছাড়া এত একা লাগে
বুকের ভেতর মরুময় শূন্যতায় ভরে যায়।