অজানা এক দেশাত্ত্ববোধে লোকগুলো দেশ প্রেমিক হয়ে যায়
সারাদেশ ছেয়ে যায় দেশ প্রেমিকের বিজ্ঞাপনে
প্রেমিকেরাই রাতারাতি পেয়ে যায় নগরের মালিকানা
জমিদারের মতন নগরের ফুটপাত আর রাস্তাগুলোর রাজস্ব আদায় করেন
রাজ্যের দ্বিতীয় রাজস্ব, যার খোঁজ ঢাকার রাজস্ব কেরানীরা জানবেনা কিয়ামত  অবধি
নির্বিকার চেয়ে দেখে আর পরিশোধ করে সকাল  থেকে রাত অবধি খেটে খাওয়া  ফুটপাত দোকান  আর চা-বিক্রেতা
এই লোকেরাই বছরে একদিন পান্তা খেয়ে হতে চায়  খাটি বাঙ্গালী
শিক্ষা পিতার লাশের উপর এ শহরে হয় গনতন্ত্রের পাঠচক্র
প্রতিদিন খবরের কাগজ বর্নমালায় সাজায় ধর্ষিতা শিশুর গলিত লাশ
সেখানেই তুমি শুধৃ  নসিহত করো এক চোখা  মানবাধিকার?
এ মাটির এক ইঞ্চি ভূমি আমার; এক নাগরিক আর ষোল কোটি নাগরিক সমান
সীমান্ত  অথবা ভেতরে একটি খুনেও যদি তোমার নীরবতা দেখে
তবে দুর হও কাপুরুষ এ মাটির প্রতিনীধি তুমি  নও।